Our Support Policy:
আমাদের সাপোর্ট পলিসি :
১. যে কোন সমস্যায় ভয়েস & কল না দিয়ে টেক্সট নোট দিতে হবে।
2. একাধিক প্রবলেম থাকলে বার বার না দিয়ে সবগুলো প্রবলেম একসাথে নোট দিতে হবে। পূর্ববর্তী প্রব্লেম গুলোর সমাধান না হওয়া পর্যন্ত নতুন কোন ইস্যু সাবমিট করা যাবে না।
3. সাপোর্ট বা কোন কাজের জন্য ডেভলপারদেরকে ব্যক্তিগত ইনবক্সে নক করা যাবে না।
4. যদি এমন কোন ইস্যু হয় যেটা লিখে বুজানো সম্ভব হবে না সেক্ষেত্রে গুগল মিটে অনলাইন মিটিং এর সিডিউল নিতে হবে।